• ব্রেকিং নিউজ

    কে এই জাপানের বিশ্বখ্যাত “রোলা”


    কে এই বিশ্বখ্যাত “রোলা”

    “রোলা” বিশ্বখ্যাত জাপানের SONY কোম্পানীর বিভিন্ন বিল বোর্ডে দেখা যায় তার ছবি। দেখা যায় জাপানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। সকালে ঘুম থেকে উঠে টেলিভিশন খুললেই দেখা যায় তার ছবি। সে আর কেউ নয়, বাংলাদেশের বিক্রমপুরের মেয়ে। সে জাপানের ফ্যাশন আইকন। রোলা ১৯৯০ সালের ৩০ মার্চ জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেন। প্রায় ৯ বছর পর্যন্ত বাংলাদেশে বসবাস করেন দাদার বাড়িতে। জাপানিজ মিডিয়া জগতে Young ট্যালেন্ড হিসেবে পরিচিত। তিনি শুধু মডেল হিসেবেই নয়, সংগীত চর্চায়ও বেশ নাম করেছেন।


    ২০১০ সালে টেলিভিশনে একটি ভ্যারাইটি টেলিভিশন শোর মাধ্যমে তার টেলিভিশনে পদচারণা শুরু হয়। ১ বছরে ২০০টি টিভি শোতে অংশ নিয়ে চতুর্থ রাইজিং টিভি স্টার ইন 2011 হিসেবে খ্যাত হন। এমনকি সংগীতেও তিনি কম নন, তার গাওয়া একক এলবাম মেমোরিয়া টাইটেল (Memoria Title) গানটি ২০১২ সালে বিলবোর্ড জাপান টপচার্টের তালিকায় বেশ কয়েকদিন থাকে। তিনি হলিউডেও দর্শকদের মন জয় করে নিয়েছেন একটি সিনেমার মাধ্যমে। তিনি অবসর সময় কাটান জিম করে অথবা কখনো কখনো বড়শি দিয়ে মাছ ধরে।

    No comments