এলপি গ্যাসের দাম কমানোর আহবান জ্বালানি প্রতিমন্ত্রীর
এলপি গ্যাসের দাম কমানোর আহবান জ্বালানি প্রতিমন্ত্রীর
প্রতি বছরই বাংলাদেশে বাড়ছে এলপি গ্যাসের দাম। কমানো হচ্ছেনা এলপি গ্যাসের দাম। খাস সংশ্লিষ্টরা জানাচ্ছেন গ্যাসের দাম কমলে এলপি গ্যাসের ব্যবহার আরো কয়েকগুন বেড়ে যাবে। আর্ন্তজাতিক বাজারের সাথে মিল রেখে দেশেও এলপি গ্যাসের দাম কমানোর আহবান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানীতে সাউথ এশিয়া এলপিজি সামিটেড উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষনা দেন। তিনি আরও বলেন আগামী ৩ বছরের মধ্যে ৭০% এলপি গ্যাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব সাশ্রয়ী মূল্যে। গৃহস্থালী কিংবা ছোট ব্যবসায় প্রতিদিনই বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার।
হিসেব করে দেখা গিয়েছে দেশে প্রতিবছর ১০ লাখ টন গ্যাস ব্যবহৃত হচ্ছে। তবে দেশের চাহিদা প্রায় তিনগুণ। তবুও এমন গ্যাসের চাহিদা বাড়ছে ২৫-৩০%। বর্তমানে আমদানীকৃত গ্যাস সিলিন্ডারে ভরে বাজারজাত করছে দেশি-বিদেশি ১৭টি প্রতিষ্ঠান। অপেক্ষায় আছে আরো ৬-৭টি প্রতিষ্ঠান যার মধ্যে একটি JMI ইন্ড্রাষ্ট্রিয়াল গ্যাস। বাড়ছে এলপি গ্যাসে বিনিয়োগের পরিমান। এলপি গ্যাসভিত্তিক প্রযুক্তি ও সেবা নিয়ে ০৩-০৩-২০১৯ রবিবার শুরু হয়েছে সাউথ এশিয়া এলপিজি সামিট, যেখানে অংশ নিচ্ছে প্রায় স্থানীয় ও আর্ন্তজাতিক ৮০টি প্রতিষ্ঠান।
No comments