India-Pakistan কোন দেশ এগিয়ে এ নিয়ে চলছে তীক্ষ্ম বিশ্লেষণ
India-Pakistan কোন দেশ এগিয়ে এ নিয়ে চলছে তীক্ষ্ম বিশ্লেষণ
India-Pakistan এর মধ্যে কোন দেশ এগিয়ে এ নিয়ে চলছে তীক্ষ্ম বিশ্লেষণ। তবে ভারতের চেয়ে বর্তমানে এগিয়ে আছে পাকিস্তান। তবে পাকিস্তানের চেয়ে সৈন্য সংখ্যা ভারতের বেশি। যেখানে ভারতের সৈন্য সংখ্যা ১৪ লাখ, সেখানে পাকিস্তানের সৈন্য সংখ্যা মাত্র ৯ লাখ। ভারত এখন বিশ্বে চতৃর্থ সামরিক শক্তির দেশ। ভারত সেনা, নৌ এবং বিমান শক্তিতে ডের এগিয়ে থাকলেও পিছিয়ে আছে পরমাণু শক্তিতে।
ভারতের ট্যাঙ্ক (৩৫৬৫টি) ও সাজোয়াত যান আছে ১৩ হাজারেরও বেশি এবং ৭ হাজারেরও বেশি আছে কামান ও মাল্টিপল রকেট সিষ্টেম। যেখানে পাকিস্তানের মাত্র সাড়ে ৫ হাজার ট্যাঙ্ক (২৪৯৬টি) ও সাজোয়াত যান আছে এবং প্রায় সাড়ে ৩ হাজার আছে কামান ও মাল্টিপল রকেট সিষ্টেম। ভারতের যুদ্ধবিমান আছে ৮১৪টি আর সেখোনে পাকিস্তানের আছে ৪১৪টি যুদ্ধবিমান। হেলিকাপ্টারের সংখ্যাও পাকিস্তানের চেয়ে, ভারতের দ্বিগুণ।
তবে যুদ্ধবিমান F-16 mias এবং JF-Thunder এর কারণেই ভারত এগিয়ে রাখেন পাকিস্তানকে। আর এই দূর্বলতা কাটাতেই ফ্রান্সের কাছ থেকে রাফাল কেনার চুক্তি করেছে ভারত। নৌ-বহরে ভারতের আশে পাশেও নেই পাকিস্তান। ভারতের আছে ১৪টি সাবমেরিন, যার কারণে বিশ্বের অন্যতম নৌ-পরশক্তি ভারতের। আরও আছে স্টেরয়েড বা করভেট জাহাজ সহ প্রায় ৩০০টি সামরিক জাহাজ। পাকিস্তানের নৌবাহিনীতে রনতরী নেই একটিও, সাবমেরিন মাত্র ৫টি।
পাকিস্তানে ১৯৭টি জাহাজ থাকলেও নেই কোনো স্টেরয়েড বা করভেট জাহাজ। তবে পাকিস্তানের আছে ১৪০টি পরমাণু বোমা, যেখানে ভারতের পরমাণু বোমা আছে ১৩০টি। পাকিস্তানের পরমাণু শক্তিতে আছে শাহীন, ঘোড়ী এবং আবদালীর মতো নিখুঁত লক্ষভেদী ব্যালেষ্টিক পারমাণবিক বোমা। আর ভারতের পরমাণু বহরে আছে অগ্নি ও পথী। সাবমেরিনের চেয়ে পরমাণু বোমা ছোড়ার সক্ষমতা আছে পাকিস্তানের।
No comments