সড়ক দূঘটনা মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল পড়ুয়া মেয়ের
আবারো সড়ক দূঘটনায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল পড়ুয়া মেয়ে ফাইজা তাহসিনা সুচি (১০)। গতকাল ০৫.০২,২০১৯ সকালে রাজধানীর উত্তরা রাজউক প্রজেক্টে মাইক্রোবাসের ধাক্কায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। মেয়েটি তার বাবার সাথে স্কুলে যাচ্ছিলো সকালে, তখন তার বাবাকে মেয়েটি বল্ল বাবা আমার বন্ধুর সাথে রাস্তা পার হই। তখন বাবা ভাবল যে মাইক্রোবাসটি যেহেতু দূরে আছে যাক তাহলে। কিন্তু এটাই যে তার কান্নার কারণ হবে সেটা সে জানত না। স্থানীয়রা জানিয়েছেন মেয়েটিকে প্রথমে মাইক্রোবাসটি ধাক্কা মেরে ফেলে দেয় এবং তখন মেয়েটির কিছুই হয় নি। হঠাৎ করেই মাইক্রেবাসের চালক নিজে বাঁচতে মেয়েটির বুকের উপর দিয়ে মাইক্রেবাসটি চালিয়ে দেয়। এতে মেয়েটি তথক্ষনাৎ মারা যায় এবং পরে সেখানকার লোকজন মেয়েটিকে উত্তরায় বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার মেয়েটিকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ মেয়েটির লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ফাইজা মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা ফাইজুল ইসলাম দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক। তুরাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন জানান, সকালে উত্তরার সেক্টর-১৮ এর ১০ নম্বর ব্রিজ এলাকায় বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল ফাইজা। রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় ফাইজার মৃত্যু হয়। সে পরিবারের সঙ্গে উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় থাকত। এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।
No comments