• ব্রেকিং নিউজ

    Bangla Literature Question Solution-01 বাংলা উপন্যাস চাকুরি প্রস্তুতি MCQ



    "বাংলা উপন্যাস" গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর

      ০১. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
          ক) প্রভু যিশুর বাণী
          খ) কৃপার শাস্ত্রের অর্থভেদ
          গ) শিশনারি জীবন
          ঘ) ফুলমণি ও করুণার বিবরণ
            উত্তরঃ ঘ) ফুলমণি ও করুণার বিবরণ  
      ০২. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
          ক) চোখের বালি
          খ) দুর্গেশ নন্দিনী
          গ) পথের দাবী
          ঘ) আলালের ঘরের দুলাল
            খ) দুর্গেশ নন্দিনী  
      ০৩. “ফুলমনি ও করুনার বিবরণী” গ্রন্থটির রচিয়তা কে?
          ক) হ্যানা ক্যাথেরিন
          খ) উলিয়াম কেরি
          গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
          ঘ) বিহারীলাল চক্রবর্তী
            উত্তরঃ ক) হ্যানা ক্যাথেরিন 
      ০৪. ‘আলালের ঘরের দুলাল’ –এর লেখক কে?
          ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
          খ) প্যারীচাঁদ মিত্র
          গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
          ঘ) উলিয়াম কেরি
           উত্তরঃ খ) প্যারীচাঁদ মিত্র  
      ০৫. ‘কথা সাহিত্য’ বলতে কোনটি বোঝায়?
          ক) কথা নিয়ে সাহিত্য
          খ) সাহিত্যের কথা
          গ) নাটক ও আবৃতি
          ঘ) ছোটগল্প ও উপন্যাস
           উত্তরঃ ঘ) ছোটগল্প ও উপন্যাস  
      ০৬. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস?
          ক) কলকাতা কমলালয়
          খ) নববাবু বিলাস
          গ) নববিবি বিলাস
          ঘ) ফুলমণি ও করুনার বিবরণ
           উত্তরঃ ক) কলকাতা কমলালয়  


      ০৭. বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
          ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
          খ) প্রভাত কুমার মুখোপাধ্যায়
          গ) প্যারীচাঁদ মিত্র
          ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
           উত্তরঃ গ) প্যারীচাঁদ মিত্র 
      ০৮. বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
          ক) রবীন্দ্রনাথ ঠাকুর
          খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
          গ) কাজী নজরুল ইসলাম
          ঘ) প্যারীচাঁদ মিত্র
           উত্তরঃ ঘ) প্যারীচাঁদ মিত্র  
      ০৯. বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
          ক) হুতোম প্যাচার নকশা
          খ) আলালের ঘরের দুলাল
          গ) দূর্গেশ নন্দিনী
          ঘ) পথের দাবী
           উত্তরঃ খ) আলালের ঘরের দুলাল  
      ১০. প্যারীচাঁদ মিত্রের গ্রন্থ কোনটি?
          ক) মৃত্যুক্ষুধা
          খ) আলালের ঘরের দুলাল
          গ) নৌকাডুবি
          ঘ) শেষের কবিতা
           উত্তরঃ খ) আলালের ঘরের দুলাল  
      ১১. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস টেকচাঁদ ঠাকুরের ‘আলালের ঘরের দুলাল’ কোন সালে প্রকাশিত হয়?
          ক) ১৮৩৪
          খ) ১৮৫৮
          গ) ১৯৪৭
          ঘ) ১৮৭৩
           উত্তরঃ খ) ১৮৫৮  
      ১২. ‘আলালের ঘরের দুলাল’ -
          ক) বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ
          খ) বিদ্যাসাগরের প্রশংসিত গ্রন্থ
          গ) রবীন্দ্রনাথ প্রশংসিত গ্রন্থ
          ঘ) কালি প্রসন্ন সিংহ প্রশংসিত গ্রন্থ
           উত্তরঃ ক) বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ  
      ১৩. বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল?
          ক) সামাজিক কাহিনী
          খ) সমাজের রঙ্গরসাত্মক চিত্র
          গ) সামাজিক নির্যাতন
          ঘ) বাঙালির জীবন কাহিনী
           >উত্তরঃ খ) সমাজের রঙ্গরসাত্মক চিত্র  
      ১৪. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
          ক) বেগম রোকেয়া
          খ) মহাশ্বেতা দেবী
          গ) স্বর্ণকুমারী দেবী
          ঘ) রিজিয়া রহমান
           উত্তরঃ গ) স্বর্ণকুমারী দেবী  
      ১৫. নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি-
          ক) গণদেবতা
          খ) পদ্মানদীর মাঝি
          গ) সীতারাম
          ঘ) সবগুলো
           উত্তরঃ ঘ) সবগুলো  
      ১৬. ’আবদুল্লাহ’ উপন্যাসটির লেখক কে?
          ক) গোলাম মোস্তফা
          খ) শওকত ওসমান
          গ) কাজী ইমদাদুল হক
          ঘ) মীর মোশারফ হোসেন
           উত্তরঃ গ) কাজী ইমদাদুল হক  
      ১৭. নিচের কোনটি উপন্যাস?
          ক) নতুন চাঁদ
          খ) কন্যা কুমারী
          গ) গড্ডলিকা
          ঘ) নেমেসিস
           উত্তরঃ খ) কন্যা কুমারী  
      ১৮. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচিয়তা কে?
          ক) শওকত ওসমান
          খ) জহির রায়হান
          গ) শহীদুল্লাহ কায়সার
          ঘ) রশীদ করিম
           উত্তরঃ ঘ) রশীদ করিম  
      ১৯. ‘নদী ও নারী’ কার রচনা?
          ক) কাজী আব্দুল ওয়াদুদ
          খ) আবুল ফজল
          গ) হুমায়ূন কবির
          ঘ) শামসুদ্দিন
           উত্তরঃ গ) হুমায়ূন কবির  
      ২০. ‘পদ্মা মেঘনা যমুনা’ উপন্যাসটি কে রচনা করেছেন?
          ক) আবু জাফর শামসুদ্দিন
          খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
          গ) জহির রায়হান
          ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
           উত্তরঃ ক) আবু জাফর শামসুদ্দিন  
      ২১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
          ক) আনন্দ মঠ
          খ) কপালকুন্ডলা
          গ) দুর্গেশনন্দিনী
          ঘ) দেবী চৌধুরানী
           উত্তরঃ গ) দুর্গেশনন্দিনী  
      ২২. ‘হুতোম প্যাঁচার নকশা’র রচিয়তা কে?
          ক) রামরাম বসু
          খ) ভুদের মুখোপাধ্যায়
          গ) দীনবন্ধু মিত্র
          ঘ) কালীপ্রসন্ন সিংহ
           উত্তরঃ ঘ) কালীপ্রসন্ন সিংহ  
      ২৩. প্রভাত চিত্ত, নিভূত চিন্তা, নিশীত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচিয়তা-
          ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
          খ) কালীপ্রসন্ন সিংহ
          গ) কালীপ্রসন্ন ঘোষ
          ঘ) এ ওয়াজেদ আলী
           উত্তরঃ গ) কালীপ্রসন্ন ঘোষ  
      ২৪. হুতোমী গদ্যের লেখকের নাম কি?
          ক) টেক চাঁদ ঠাকুর
          খ) দীনবন্ধু মিত্র
          গ) ভানুসিংহ ঠাকুর
          ঘ) কালীপ্রসন্ন সিংহ
           উত্তরঃ ঘ) কালীপ্রসন্ন সিংহ  


      ২৫. ‘হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা?
          ক) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
          খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
          গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
          ঘ) সৈয়দ মুজতবা আলী
           উত্তরঃ খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়  
      ২৬. নবাব ফয়জুন্নেসা চৌধুরী রচিত বইটির নাম-
          ক) অবরোধবাসিনী
          খ) সুলতানার স্বপ্ন
          গ) রূপজালাল
          ঘ) মায়াবী পর্দা দুলে ওঠো
           উত্তরঃ গ) রূপজালাল  
      ২৭. ‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছিলেন?
          ক) নূরুন্নেসা খাতুন
          খ) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
          গ) বেগম রোকেয়
          ঘ) আবুল ফজল
           উত্তরঃ খ) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী  
      ২৮. ‘আনোয়ারা’ উপন্যাসের রচিয়তা কে?
          ক) আব্দুল ওয়াদুদ
          খ) ইসমাইল হোসেন সিরাজী
          গ) মোজাম্মেল হক
          ঘ) নজিবর রহমান সাহিত্যরত্ন
           উত্তরঃ ঘ) নজিবর রহমান সাহিত্যরত্ন  
      ২৯. ‘আনোয়ারা’ কোন ধরনের গ্রন্থ?
          ক) নাটক
          খ) বড় গল্প
          গ) উপন্যাস
          ঘ) প্রহসন
           উত্তরঃ গ) উপন্যাস  
      ৩০. ‘আনোয়ারা’ উপন্যাসটি খ্রিস্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়?
          ক) ১৯৫২ সালে
          খ) ১৮৯৯ সালে
          গ) ১৯৩৫ সালে
          ঘ) ১৯৩৪ সালে
           উত্তরঃ ঘ) ১৯৩৪ সালে  

    No comments