• ব্রেকিং নিউজ

    প্রাথমিক বিদ্যালয় সহকারী ও প্রধান শিক্ষক প্রস্তুতি


    প্রাথমিক বিদ্যালয় সহকারী ও প্রধান শিক্ষক প্রস্তুতি

    ১. একটি বাড়ির উচ্চতা 40 ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে। উপরের মইটি বাড়ির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

        ) 48                  ) 43

        ) 45                   ) 41

    উত্তরঃ (ঘ) 41

    ০২. কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

         )  5/27              ) 7/36

         )  11/45            ) 2/9

    উত্তরঃ () 5/27 
    ০৩. X + 1/x = 1.4142 হলে x2 + 1/x2 = ?
          ) 0                  খ) – 2
          ) - 3                ঘ) – 1
    উত্তরঃ ক) 0
    ০৪. 99999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2,3,4,5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ?
        ) 21                  ) 39
        ) 33                   ) 29
    উত্তরঃ ক) 21
    ০৫. X - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত ?
         ) 6                   ) 4
         ) 8                    ঘ) 2
    উত্তরঃ খ) 4
    ০৬. শতকরা 5 টাকা হার সুদের 120 টাকা 3 বছরের সুদ-আসলে কত হয় ?
       ) 138 টাকা        ) 137.50 টাকা
       ) 148 টাকা         ঘ) 135 টাকা
    উত্তরঃ ক) 138 টাকা
    ০৭. 1 + 2 + 3 + 4 + ……… + 99 = কত?
         ) 4850            ) 4950
         ) 4650             ঘ) 4750
    উত্তরঃ খ) 4950
    ০৮. xyz = 240 হলে y এর মান কোনটি হতে পারে না?
        ) 2                    ) 3
        ) 5                     ঘ) 0
    উত্তরঃ (ঘ) 0
    ০৯. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
       ) 50 মিটার         ) 60 মিটার
       ) 30 মিটার          ঘ) 40 মিটার
    উত্তরঃ (ক) 50 মিটার
    ১০. 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশ কে 3 : 7 : 10 ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
        ) 9 মিটার : 21 মিটার : 30 মিটার
        খ) 12 মিটার : 20 মিটার : 28 মিটার
        ) 8 মিটার : 22 মিটার : 30 মিটার
        ) 10 মিটার : 20 মিটার : 30 মিটার
    উত্তরঃ ক) 9 মিটার : 21 মিটার : 30 মিটার
    ১১. 6 জন স্ত্রীলোক অথবা 8 জন বালক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। 3 জন স্ত্রীলোক ও 12 জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
       ) 3 দিন               ) 12 দিন
       ) 4 দিন               ঘ) 6 দিন
    উত্তরঃ 6 দিন
    ১২.  3/x + 4/(x+1) = 2 হলে x এর মান কত?
         ) 2                   ) 4
         ) 1                    ঘ) 3
    উত্তরঃ (ঘ) 3
    ১৩. 125 এর 125% কত?
        ) 13.25            খ) 131.25
       ) 150                 ) 156.25
    উত্তরঃ (ঘ) 156.25
    ১৪. একটি গাড়ী 36000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো। কত টাকায় বিক্রি করলে 16% লাভ হতো?
        ) 50000           ) 55000
        ) 53000            ঘ) 52200
    উত্তরঃ (ঘ) 52200
    ১৫. (x + 3) (x – 3) কে x2 - 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত?
        ) - 3                  ) - 6
        ) 6                     ঘ) 3
    উত্তরঃ (ক) - 3
    ১৬. 0.9623 – 31 = কত?
    ক) – 30.0377        ) – 29.0377
    গ) – 32.8246         ঘ) – 31.0377
    উত্তরঃ (ক) – 30.0377
    ১৭. তিন ভাইয়ের বয়সের গড় 16 বছর। পিতাসহ 3 ভাইয়ের বয়সের গড় 25 বছর হলে, পিতার বয়স কত?
       ) 45                   খ) 42
       ) 52                    ঘ) 41
    উত্তরঃ (গ) 52
    ১৮. কোনটি সঠিক উত্তর?
       ) sin 1° = sin 179 °
       ) sin 1° < sin 180 °
       ) sin 1° < sin 179 °
       ) sin 1° = sin 181 °
    উত্তরঃ (ক) sin 1° = sin 179 °
    ১৯. একটি সংখ্যা 650 হতে যত বড়, 820 হতে 33 ছোট। সংখ্যাটি কত?
       ) 800                 খ) 780
       ) 730                 ) 735
    উত্তরঃ (ঘ) 735
    ২০. 10টি সংখ্যার যোগফল 400। তাদের প্রথম 6টির গড়  40 এবং শেষ 6টির গড় 30। ষষ্ঠ সংখ্যাটি কত ?
       ) 40                   খ) 30
       ) 20                    ) কোনটিই নয়
    উত্তরঃ (গ) 20























    No comments