প্রাথমিক বিদ্যালয় সহকারী ও প্রধান শিক্ষক প্রস্তুতি
১. একটি বাড়ির উচ্চতা 40 ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে। উপরের মইটি বাড়ির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
ক) 48 খ) 43
গ) 45 ঘ) 41
উত্তরঃ (ঘ) 41
০২. কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
ক) 5/27 খ) 7/36
গ) 11/45 ঘ) 2/9
উত্তরঃ (ক) 5/27
০৩.
X
+ 1/x = 1.4142 হলে x2 + 1/x2 = ?
ক) 0 খ) – 2
গ) - 3 ঘ) – 1
উত্তরঃ ক) 0
০৪.
99999
এর
সঙ্গে
কোন
ক্ষুদ্রতম সংখ্যা
যোগ
করলে যোগফল 2,3,4,5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ?
ক)
21 খ) 39
গ) 33 ঘ)
29
উত্তরঃ ক) 21
০৫.
X
- 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত ?
ক) 6 খ)
4
গ) 8 ঘ)
2
উত্তরঃ খ) 4
০৬.
শতকরা 5 টাকা হার সুদের 120 টাকা 3 বছরের সুদ-আসলে কত হয় ?
ক) 138 টাকা খ) 137.50 টাকা
গ) 148 টাকা ঘ) 135 টাকা
উত্তরঃ ক) 138 টাকা
০৭.
1
+ 2 + 3 + 4 + ……… + 99 = কত?
ক) 4850 খ)
4950
গ) 4650 ঘ)
4750
উত্তরঃ খ) 4950
০৮.
xyz
= 240 হলে y এর মান কোনটি হতে পারে না?
ক) 2 খ)
3
গ) 5 ঘ)
0
উত্তরঃ (ঘ) 0
০৯.
একটি আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
ক)
50 মিটার খ) 60 মিটার
গ) 30 মিটার ঘ) 40 মিটার
উত্তরঃ (ক) 50 মিটার
১০.
60
মিটার দৈর্ঘ্য
বিশিষ্ট বাঁশ কে 3 : 7 : 10 ভাগ করলে টুকরাগুলোর সাইজ
কত?
ক)
9 মিটার : 21 মিটার : 30 মিটার
খ) 12 মিটার : 20 মিটার : 28 মিটার
গ) 8 মিটার : 22 মিটার : 30 মিটার
ঘ) 10 মিটার : 20 মিটার : 30 মিটার
উত্তরঃ ক) 9 মিটার : 21 মিটার : 30 মিটার
১১.
6
জন স্ত্রীলোক অথবা 8 জন বালক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। 3 জন স্ত্রীলোক ও 12 জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
ক)
3 দিন খ) 12 দিন
গ) 4 দিন ঘ) 6 দিন
উত্তরঃ 6 দিন
১২. 3/x + 4/(x+1) = 2 হলে x এর মান কত?
ক) 2 খ)
4
গ) 1 ঘ)
3
উত্তরঃ (ঘ) 3
১৩.
125
এর 125% কত?
ক) 13.25 খ) 131.25
গ) 150 ঘ) 156.25
উত্তরঃ (ঘ) 156.25
১৪.
একটি গাড়ী 36000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো। কত টাকায় বিক্রি করলে 16% লাভ হতো?
ক)
50000 খ)
55000
গ) 53000 ঘ)
52200
উত্তরঃ (ঘ) 52200
১৫.
(x
+ 3) (x – 3) কে x2 - 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত?
ক) - 3 খ)
- 6
গ) 6 ঘ)
3
উত্তরঃ (ক) - 3
১৬.
0.9623
– 31 = কত?
ক) – 30.0377 খ) – 29.0377
গ) – 32.8246 ঘ) – 31.0377
উত্তরঃ (ক) – 30.0377
১৭.
তিন
ভাইয়ের
বয়সের
গড় 16 বছর। পিতাসহ 3 ভাইয়ের বয়সের গড় 25 বছর হলে, পিতার বয়স কত?
ক) 45 খ) 42
গ) 52 ঘ)
41
উত্তরঃ (গ) 52
১৮.
কোনটি
সঠিক
উত্তর?
ক) sin 1° = sin 179 °
খ) sin 1° < sin
180 °
গ) sin 1° < sin
179 °
ঘ) sin 1° = sin 181 °
উত্তরঃ (ক)
sin 1° = sin 179 °
১৯.
একটি সংখ্যা 650 হতে যত বড়, 820 হতে 33 ছোট। সংখ্যাটি কত?
ক)
800 খ) 780
গ) 730 ঘ) 735
উত্তরঃ (ঘ) 735
২০.
10টি সংখ্যার যোগফল 400। তাদের প্রথম 6টির গড়
40 এবং শেষ 6টির গড় 30। ষষ্ঠ সংখ্যাটি কত ?
ক) 40 খ) 30
গ) 20 ঘ)
কোনটিই নয়
উত্তরঃ (গ) 20
No comments