• ব্রেকিং নিউজ

    বিশ্ব কবি- কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে World Poet Rabindranath Tagore

    বিশ্ব কবি- কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে

    রবীন্দ্রনাথ ঠাকুর ৫৬টি কাব্যগ্রন্থ লিখেছেন (রবীন্দ্রনাথের জন্ম ১৮৬১ সালে)। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা ‘হিন্দু মেরার উপহার’ (১৮৭৪) এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী’ (১৮৭৮)। বনফুল’ তাঁর দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। ‘বনফুল’ কাব্যগ্রন্থের কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ‘জ্ঞানাষ্কুর’ ও ‘প্রতিবিম্ব’ পত্রিকায় ১৮৭৬ সালে। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যসংকলনের নাম- ‘সঞ্চয়িতা’ (১৯৩১)। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ ও শেষগ্রন্থ- ‘শেষলেখা’ (১৯৪১)। মৃত্যুর পর প্রকাশিত হয়। প্রথম গ্রন্থ বা প্রথম কাব্যগ্রন্থ ‘হিন্দু মেলার উপহার’ প্রকাশিত হয় যখন রবীন্দ্রনাথের মাত্র ১৩ বছর বয়স (১৮৭৪ সালে)। ১৫ বছর বয়সে প্রকাশিত হয় দ্বিতীয় গ্রন্থ বা কাব্যগ্রন্থ ‘বনফুল’ (১৮৭৬ সালে) দুটি পত্রিকায় প্রকাশিত হয়।গীতাঞ্জলি’ (১৯১০ সালে) কাব্যগ্রন্থের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘নোবেল পুরস্কার পান’। গীতাঞ্জলির’ ইংরেজি অনুবাদের নাম Song offerings. রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এটি ইংরেজিত অনবিাদ করেন এবং ইংরেজি অনুবাদের সম্পাদনা করেন W.B. Yeates.

    No comments